নয়া আলো ডেস্ক- সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ৫০ যুবকে উদ্ভট চুলের ছাঁটের জন্য আটক করেছে সেখানকার পুলিশ। রমজান উপলক্ষ্যে চালানো বিশেষ অভিযানে আটক করা হয় তাদের।
জানা গেছে, মক্কা নগরীর বেশ কয়েকটি শপিংমলের সামনে আড্ডারত অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটকের পর তাদেরকে ফৌজদারি তদন্ত শাখার নিকট তুলে দেয়া হয়েছে বলে জানা গেছে।
সৌদি আরবে উদ্ভট চুলের ছাঁট, অদ্ভুত কায়দায় মাথা মোড়ানো, স্বর্ণ বা অন্য ধাতব পদার্থের তৈরি বড় চেইন বুকে শরীরের অন্য কোথায় ঝুলিয়ে রাখা, খুব ছোট পোশাক পরিধান করা; এ সব কিছুকে নির্লজ্জ অপরাধ হিসেবে ধরা হয়।
সৌদিতে নারী ও পুরুষ উভয়ের জন্যই শালীন পোষাক পরিধান করা বাধ্যতামূলক। ৫০ জনকে আটকের পর নাগরিকদের অনুরোধ করা হয়েছে ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে যায় এমন কোনো আচরণ না করতে।