ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের ব্রুকলিন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক নেছার উদ্দিন মজুমদার ছোটন বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা গ্রহন করেছেন। আমেরিকা প্রবাসী নেছার উদ্দিন মজুমদার ছোটন সম্প্রতি বিশেষ কাজে দেশে আসলে গত ১৯ মার্চ তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।দেশে চিকিৎসা সেবা চলাকালীন তার বুকের ব্যথা বৃদ্ধি পাওয়ায় গত ২২ মার্চ উন্নত চিকিৎসার জন্য তিনি আমেরিকা গমন করেন। সুস্থতার জন্য তিনি সবার নিকট দোয়া কামনা করেছেন। নেছার উদ্দিন মজুমদার নেছার ছাগলনাইয়া পৌরসভার মটুয়া নিবাসী মরহুম ডাঃ আবু সৈয়দ মজুমদারের পুত্র এবং তিনি পিতার নামে প্রতিষ্ঠিত ডাঃ আবু সৈয়দ মজুমদার স্মৃতি পাঠাগার ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।
Please follow and like us: