
মেহেদী জামান লিজন, জাককানইবি প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘ কর্তৃক স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রোববার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসের শহীদ মিনারে এসে শেষ হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন , ‘শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ ও প্রযুক্তি, খাদ্য নিরাপত্তাসহ প্রায় সবক্ষেত্রেই বাংলাদেশ উপমহাদেশের যে কোন দেশের চেয়ে অনেক এগিয়ে আছে। আমাদের উচিত সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করা।’