
বারী উদ্দিন আহমেদ বাবর:- নিম্ন আয়ের দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার নাঙ্গলকোটে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভা করে। আলোচনা সভার শুরুতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র ও নিম্ন আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে যোগ্যতা অর্জনের সাফল্য তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব ইসহাক মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের আবু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহনেওয়াজ, সমাজসেবা কর্মকর্তা কামরুল হাসান রনি, বন কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন খন্দকার ও মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা বানু সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা বন বিভাগের পক্ষ থেকে উপকারভোগীদের নিজস্ব তহবিল (টিএফএফ) এর তহবিল ব্যবস্থাপনা উপকমিটির নিকট চেক বিতরণ করা হয়।
উপজেলার মক্রবপুর আমজাদ মার্কেট থেকে শাহপুর পর্যন্ত সৃজিত বাগানের উপকারভোগীদের ৭১ হাজার ৫শ’ বিশ টাকা ও নাঙ্গলকোট থেকে গোমকোট বাজার পর্যন্ত ২কি:মি: বাগানের উপকারভোগীদের মাঝে ৪৭ হাজার ৬শ’ আশি টাকার চেক বিতরণ করা হয়।