কোম্পানীগঞ্জ প্রতিনিধি :- কোম্পানীগঞ্জে উপজেলার সীমান্তবর্তী কালাইরাগ পাথর কোয়ারিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজ্বী আলী আমজদের পাথর কোয়ারীতে গত ২৫ ফেব্রুয়ারী গর্ত ধসে পাঁচ শ্রমিকের প্রাণহানির ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। মঙ্গলবার কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন ব্যুরোর উপ-পরিচালক মামুনুর রশিদ। কোম্পানীগঞ্জ মামলা নং ৬-৩-১৮ ইং।
মামলায় ওপর আসামীরা হচ্ছেন- কালাইরাগ গ্রামের ফয়জুর রহমান, লেবার সর্দার আব্দুর রউফ, দক্ষিণ কলাবাড়ির তানভীর আহমদ কনাই, ফয়জুল করিম ওরফে কালা ও মাসুক মিয়া, উত্তর রাজনগর গ্রামের আব্দুস সাত্তার ও কালিবাড়ির আলাউদ্দিন ওরফে ‘মরা’ আলাউদ্দিন। মামলায় অজ্ঞাতনামা আরো ৬-৭ জনকে আসামী করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা আওয়ামীলীগের সভাপতিসহ ৮ জনের বিরোদ্ধে মামল দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। মামলার বাদি মামুনুর রশিদের কথা জানতে চাইলে বলেন ‘কালাইরাগ পাথর কোয়ারীর ঘটনার তদন্ত প্রতিবেদন খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে প্রাণহানির ঘটনায় গর্ত মালিকসহ দোষীদের বিরুদ্ধে খনিজ সম্পদ আইনে মামলা দায়ের করেছেন তিনি।’