আসন্ন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিদ¦ন্দি প্রার্থীদেও মাঝে প্রতিক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা।
সোমবার সকাল ১১টায়জেলা প্রশাসকের কার্যলয়ে প্রতিদ¦ন্দি প্রার্থীদেও মাঝে নির্বাচনের এই প্রতিক বরাদ্দ দেয়া হয়।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ¦ন্দিতাকারী বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন পেয়েছেন(মটর সাইকেল প্রতিক), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল পেয়েছেন(ঘোড়া প্রতিক) ও রফিকুল ইসলাম মন্টু পেয়েছেন(আনারস প্রতিক)।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ¦ন্দিতাকারী বর্তমান ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী পেয়েছেন(চশমা প্রতিক), মকলেছার রহমান পেয়েছেন(উড়োজাহাজ প্রতিক), মামুনুর রশিদ পেয়েছেন(তালা প্রতিক) ও সোলায়মান মন্ডল পেয়েছেন(টিউবওয়েল প্রতিক)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ¦ন্দিতাকারী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার পেয়েছেন(কলস প্রতিক), শিউলি রানী রায় পেয়েছেন(ফুটবল প্রতিক) ও হাজরা বিবি পেয়েছেন(হাস প্রতিক)।
উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলায় এক লাখ ৫২ হাজার ৪৭৬জন ভোটার । এর মধ্যে মহিলা ভোটার ৭৬ হাজার ২০৪ জন ও পুরুষ ভোটার ৭৬ হাজার ২৭১জন তৃতীয় লিঙ্গের একজন। চতুর্থ ধাপে আগামী ৫ জুন উপজেলার ৬৩টি কেন্দ্র ৪৩৫টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।