ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা যুবলীগের সহ সভাপতি রহমত উল্লাহ ভূঁইয়া। বিশেষ এক বার্তায় সোহেল চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে রহমত উল্লাহ ভুইয়া লিখেছেন,
“মানুষের জীবনে কখন কিভাবে বিপদ আসে একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামীন ছাড়া আর কেউ জানেনা। আমার বেলায় গত ৬ আগে ঠিক তেমন একটি দুর্ঘটনাই ঘটেছিলো।
আমার দুর্ঘটনার সাথে সাথে যে মানুষটা আমার অভিভাবক হিসেবে শতভাগ আন্তরিকতার সাথে দ্বায়িত্ব পালন করে হাসপাতালে ভর্তিসহ হাসপাতালের ডাইরেক্টর এবং ডাক্তারদের সাথে সরাসরি তদারকি করে অপারেশন করা থেকে শুরু করে অপারেশন পরবর্তী ড্রেসিং এবং হাতের প্লেট লাগানো, প্লেট খোলা এরপর আরো ২ বার অপারেশনসহ মোট ৩ বার অপারেশনে ৩ লাখ ৫০ হাজার টাকার উপরে চিকিৎসা খরচ বহন করেছেন। পাশাপাশি সব সময় মোবাইল ফোনে এবং সরাসরি মানসিক সাহস যুগিয়েছেন।হানিফ, সোহাগ ভাই,নান্টু ভাই, বিপ্লব এদেরকে কড়া নির্দেশ দিয়েছিলেন আমার শারীরিক-মানসিক কি অবস্থা উনাকে যেন অবগত করা হয়।
কৃতজ্ঞতা জানাই প্রিয় নেতার সহধর্মিণী আমার মাতৃতুল্য বড় বোন ছালমা আক্তার নীতু ভাবী যিনি নিজের ছোট ভাইয়ের মতো পরম মমতায় সব সময় ফোন করে খবর নিয়েছেন।
কৃতজ্ঞতা প্রিয় নেতার শ্রদ্ধেয় দুই বড় ভাই রাজ্জাকুল হায়দার চৌধুরী আলমগীর ভাইয়া ও
রফিকুল হায়দার চৌধুরী জুয়েল ভাইয়ার প্রতি।
শুধু এটাই বলবো প্রিয় নেতা আপনার এই এই ঋণ কোনদিন শোধ করা আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর পক্ষে সম্ভব হবে না।
দুর্ঘটনায় শারীরিক যে ক্ষতি হয়েছে তা কোন দিনই ফেরৎ পাবোনা এটা সত্যি।
কিন্তু বিপদের সময় রাজনৈতিক সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীদের আন্তরিকতা দোয়া এবং যে ভালোবাসা পেয়েছি তা আমার মতো নগন্য ব্যক্তি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবোনা।
সবাই দোয়া করবেন সততা এবং আদর্শের মাঝে সকল ফিৎনা ফাসাদ থেকে দুরে থেকে যেন মানুষের কল্যানে ভালো কাজ করতে পারি।
আবারও কৃতজ্ঞতা জানাই ছাগলনাইয়া সাড়ে তিন লক্ষ মানুষের অভিভাবক আওয়ামী পরিবারের অভিভাবক সকল শ্রেনী পেশার মানুষের আস্হা এবং ভরসার স্থল, সকল কর্মীদের আপনজন, নৌকার একমাএ দাবিদার জননেতা মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ভাইয়ের প্রতি”।
Please follow and like us: