সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার (০১ মার্চ) সামনের (৯ই মার্চ ) জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শামিম তালুকদার লাবু নির্বাচনী প্রচার সভা করেছেন।
জেলা আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। বেলা এগারোটায় উপজেলার চড়ুইমুড়ী রিয়া রূপম পার্কে হওয়া সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি।
এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (অস্থায়ী), ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র ও কাউন্সিলরগণ, ১৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগন।
সভায় চেয়ারম্যান পদের প্রার্থী আলহাজ্ব শামিম তালুকদার লাবু তার প্রতিক জিপ গাড়ি মার্কায় ভোট চান। তিনি নির্বাচিত হলে গোটা জেলায় ব্যাপক উন্নয়ন করবেন বলে জানান।
সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আবু ইউসুফ সূর্য্য. পৌর মেয়র আঃ রউফ সিরাজী, এ্যাড বিমল কুমার দাস. আঃ হাকিম. সয়দাবাদ ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলাম, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো. পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম আরজু প্রমুখ। পৌর মেয়র এস এম নজরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।