আওয়ামী লীগ নেতা ও উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব আর নেই। তিনি রোববার বিকেলে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে সহ বহু স্বজন ও গুনগ্রাহীকে রেখে গেছেন। উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়ার বাসিন্দা মারুফ এর আগে উল্লাপাড়া পৌরসভার এক মেয়াদে মেয়র ছিলেন। এছাড়া উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ছাত্র থাকা কালীন তিনি ছাত্র সংসদের জিএস এবং দুই মেয়াদে ভিপি নির্বাচিত হয়েছিলেন। ছাত্র রাজনীতির পথ ধরে তিনি পরবর্তী সময়ে জনপ্রতিনিধি নির্বাচিত হন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। উল্লাপাড়ার মাটি ও মানুষের কাছে তিনি আর্দশ নেতা হিসেবে পরিচিত। দলের নেতাকর্মীদের সাথে ছিল তার আত্নার সর্স্পক। দলের দূর্যোগ দুঃসময়ে মাঠের রাজনীতিতে তিনি ছিলেন সক্রিয়। মারুফের পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে খাবার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। মারুফের মৃত্যুতে উল্লাপাড়ায় শোকের ছায়া নেমে আসে। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম মারুফ বিন হাবিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
Please follow and like us: