ইউসুফ আহম্মেদ, উল্লাপাড়া প্রতিনিধি:- উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী ৭ই মার্চ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগ আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মির শহিদুল ইসলাম পুন্নর সভাপতিত্বে আওয়ামীলীগ কার্যালয় থেকে এক বিশাল র্যালী বের হয়। র্যালী টি আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এরপর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মীর শহিদুল ইসলাম পুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাংসদ শফিকুল ইসলাম শফি,উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব,সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম,এসএম নজরুল ইসলাম পৌর মেয়র , যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান পান্না, সেচ্ছাসেবন লীগের, সাধারন সম্পাদক আশিকুর রহমান সব আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের তাৎপর্য উল্লেখ করেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে,এছাড়া ও বক্তারা আরো জানান ৭ই মার্চের রেসকোর্স ময়দানের ভাষণ ছিলো স্বাধীনতার ঘোষণা।