
ইউসুফ আহম্মেদ,উল্লাপাড়া প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আর,এস রেলক্রসিংয়ের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ট্রেনে কাটা পড়ে মনজিল তালুকদার (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।সোমবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনজিল হলেন উল্লাপাড়া পৌর এলাকার নয়ানগাঁতী মহল্লার মৃত হারান তালুকদারের ছেলে।উল্লাপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর নাদির হোসেন জানান, রেলক্রসিংয়ের পাশ দিয়ে রেল সড়ক পার হবার চেষ্টা করছিলেন মনজিল। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিয়ে চলে গেলে তিনি গুরতর আহত হন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।