ইউসুফ আহম্মেদ, উল্লাপাড়া প্রতিনিধিঃ
রোববার উল্লাপাড়া কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার কারণে ৩ শিক্ষককে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এরা হলেন গয়হাট্টা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দিন, ভেংড়ী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মাহফুজুর রহমান ও দহকুলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রবিউল ইসলাম। এই পরীক্ষা কেন্দ্রের সচিব আতিকুর রহমান জানান, এসব শিক্ষক পরীক্ষার হলে হাদিস শরিফ বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এদেরকে দায়িত্বে অবহেলার কারণে দু’বছরের জন্য পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করেছেন।