
ইউসুফ আহম্মেদ, উল্লাপাড়া প্রতিনিধি: সোমবার উল্লাপাড়ায় নাটোরের প্রায় ২০ কেজি ভেজালযুক্ত কাঁচাগোল্লা পুকুরের পানিতে ফেলে দেওয়া হল। পৌরসভার স্যানিটারি বিভাগ এই কাঁচাগোল্লা জব্দ করে।
পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম জানান, নাটোর সদর উপজেলার বাসিন্দা নয়ন ইসলাম নামের এক মিষ্টি ব্যবসায়ী ঘটনার সময় বড় দুই পাতিলে কাঁচাগোল্লা নিয়ে ভ্যানে শহরের বিভিন্ন রাস্তায় ফেরি করে বিক্রি করছিলেন। স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে পৌরসভা থেকে এই মিষ্টি পরীক্ষা করে তাতে ভেজাল পাওয়া যায়।
পরে এগুলো জব্দ করে পৌর পুকুরে ফেলে দেওয়া হয় এবং সেই সাথে সতর্ক করা হয় মিষ্টি বিক্রেতাকে।