ইউসুফ আহম্মেদ উল্লাপাড়া প্রতিনিধিঃ
নাশকতা, অগ্নিসংযোগ, পুলিশে কাজে বাধাসহ একাধিক মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমিরুল ইসলাম (২৫) নামে এক পৌর ছাত্রদল কর্মীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার রামকান্তপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের স্নাতক (ডিগ্রী) শেষ বর্ষের ছাত্র।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, আমিরুলের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।