
ইউসুফ আহম্মেদ, উল্লাপাড়া প্রতিনিধি:- সোমবার উল্লাপাড়ার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণের সময় শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাগিনা মঞ্জুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।
এই স্কুলে ৫৪ জন শিক্ষার্থীর নিকট থেকে ১শ টাকা করে আদায় করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে আবার অভিভাবকদেরকে সমুদয় টাকা ফিরিয়ে দেওয়া হয়।
চালা গ্রামের অভিভাবকগণ অভিযোগ করেন, বই দেওয়ার শুরুতেই প্রধান শিক্ষকের নির্দেশে শিক্ষকগণ তাদের সন্তানদের নিকট থেকে ১শ টাকা করে আদায়ের পর বই দেওয়া হয়।
বিষয়টি তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানকে জানালে তিনি শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে দ্রুত ঘটনাস্থলে পাঠান। এ সময় টাকা নেওয়া বন্ধ হয়।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাগিনা মঞ্জুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি সহ কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে স্কুলের বিদ্যুৎ ফি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যয় নির্বাহের জন্য তারা একশত টাকা করে শিক্ষার্থীদের নিকট থেকে আদায় করেছিলেন। স্কুলের সভাপতি সাইদুর রহমান জানান, স্কুলের খেলাধুলা ও বইমেলার চাঁদা বাবদ অনেক টাকা লাগে। মূলত এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছিল।
উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা এম.জি মাহমুদ ইজদানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, ঘটনাটি অবহিত হওয়ার পরে তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছেন। ঘটনার প্রমাণ মিললে প্রধান শিক্ষক নাগিনা মঞ্জুরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।