
ইউসুফ আহম্মে,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ- রোববার বেলা ৩টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মোড়ে নিউ বলাকা নামের স্থানীয় একটি বাসের সঙ্গে তেলবাহী ট্যাংক লড়ির মুখোমুখি সংঘর্ষে অন্ততঃ ২৫ জন আহত হয়েছেন।
এদের মধ্যে ট্যাংক লড়ির চালক সিরাজগঞ্জের শাহজাদপুরের বাসিন্দা আজিম উদ্দিন (২৯) সহ ৫ জনের অবস্থা গুরুতর। অপর গুরুতর আহতদের নাম জানা যায়নি। এদেরকে হাটিকুমরুল সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক তাপসী রাণী প্রামানিক জানান, বলাকা পরিবহনের যাত্রীবাহী বাসটি সিরাজগঞ্জ থেকে পাবনা যাচ্ছিল এবং তেলবাহী ট্যাংক লড়িটি শাহজাদপুরের বাঘাবাড়ি থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করেছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।