
ইউসুফ আহম্মেদ,উল্লাপাড়া প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎসব মুখোর পরিবেশে বঙ্গবন্ধুর ৯৮ তম জাতীয় জন্মবার্ষিকী শিশু দিবস পালিত হয়।
শনিবার সকালে দিবসের শুরুতে শিশু কিশোর দের বিশাল এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান,প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়।
মুক্তিযোদ্ধা সংসদের সামনে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মারুফ বিন হাবিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মী সহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা চত্বরে শিশু কিশোর দের এক সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন এ্যাডঃ মারুফ বিন হাবিব,উল্লাপাড়া সার্কেল এস,পি শরাফত ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ, আওয়ামীলীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী,বীর মুক্তিযোদ্ধা ও জেলা পারিষদের সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
উপজেলা পরিষদ কর্তৃক পরিচালিত সানফ্লায়ার কেজি স্কুল প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও অংক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।