
উল্লাপাড়া প্রতিনিধিঃ- সোমবার উল্লাপাড়ায় প্রতিকূল আবহাওয়ায় এইচ.এস.সি পরীক্ষার্থীরা বিপাকে পড়েন। সকাল সোয়া ১০টায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ঘন অন্ধকারে ছেয়ে যায় পরীক্ষা কক্ষ।
এ সময় মোমবাতি জ্বালিয়ে তারা পরীক্ষা শুরু করে। উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মাহমুদ আনসারী, ফয়সাল আহমেদ, সখি খাতুন, লাবনী পারভীন ও জুবায়ের আলম জানান, এমসিকিউ প্রশ্নের উত্তর পত্রে লিথো কোড পূরণ করতে তারা বেশ সমস্যায় পড়েন।
এতে অনেকেরই পরীক্ষা খারাপ হয়ে যায়। বিজ্ঞান কলেজের পরীক্ষা কমিটির সচিব ও অধ্যক্ষ শ্যামল কুমার রায় জানান, পরীক্ষা কক্ষে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে পরীক্ষার্থীরা কিছুটা সমস্যায় পড়েন।
এ সময় পরীক্ষা কেন্দ্র থেকে মোমবাতি সরবরাহ করা হয়। অনেক পরীক্ষার্থী নিজেদের আনা মোমবাতিও জ্বালিয়ে নেয়। আঘা ঘন্টার মধ্যেই আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।