ইউসুফ আহম্মেদ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শিশির আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রবিবার বেলা দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উল্লাপাড়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে ৭১ টিভির জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, যমুনা টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, মাই টিভির জেলা প্রতিনিধি মোনায়েম খান, চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি সুজিত সরকা, উল্লাপাড়া রিপোর্টার্র্স ইউনিটির সভাপতি রিয়াজুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম আকিব,আল-আমিন, মামুনসহ জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারী যুবলীগের সংর্ঘষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক শিশির আলম সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় পৌর যুবলীগ আহবায়ক আরিফুল ইসলাম শাহাদতের নেতৃত্বে তার উপরে আক্রমন করে এবং বেদম মারপিট করা হয়।