ইউসুফ আহম্মেদ, উল্লাপাড়া প্রতিনিধি:
উল্লাপাড়ার চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম আনুষ্ঠানিকভাবে এ ভবন উদ্বোধন করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি কাউন্সিলর আব্দুর রশিদ তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উল্লাপাড়া পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা, রিবলী ইসলাম কবিতা, মোহনপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহাদত হোসেন জিকো প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ৪৫ লাখ টাকা ব্যয়ে এই নতুন ভবন নির্মাণ করে।
এর আগে সংসদ সদস্য উপজেলার সলপ ইউনিয়নে সোনতলা খেয়াঘাট সড়ক উদ্বোধন করেন। সিরাজগঞ্জ জেলা পরিষদ এই সড়কটি নির্মাণ করেছে।