ইউসুফ আহম্মেদ, উল্লাপাড়া প্রতিনিধি:
উল্লাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার সকালে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের স্বেচ্ছাধীন তহবিল থেকে বরাদ্দ দেওয়া এসব অনুদানের চেক প্রধান অতিথি হিসেবে প্রাপকদের হাতে তুলে দেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।
উপজেলা প্রশাসন চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা ও এইচটি ইমামের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উল্লাপাড়া পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন, সোহেল রানা, রফিকুল ইসলাম হিরু, আলামিন, উপজেলা যুবলীগ আহবায়ক উজ্জল, যুগ্ন আহ্বায়ক বকুল,সেচ্ছাসেক লীগ সভাপতি মোবারক,উপজেলা ছাত্রলীগ, সরোয়ার, ইউসুফ রোকন, প্রমুখ বক্তব্য রাখেন।