নয়া আলো ডেস্কঃ- ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। খবর পেয়ে জিআরপি পুলিশ ও রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ওই বগির একটি সিট পুড়ে গেছে। পরে ট্রেনটি রাত সোয়া ৮টায় চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘটনার পর থেকে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপার জহিরুল হক জানান, চট্রগ্রামগামী ট্রেনটি ওয়াশ ফিড লাইন থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশনের ৩নং প্লাটফরমে লাগানো হয়। কিছুক্ষন পরই ট্রেনের বগির ভিতর আগুন দেখতে পায় যাত্রীরা। খবরটি ছড়িয়ে পড়লে জিআরপি পুলিশ ও রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনে।
জিআরপির ওসি আ. মান্নান ফরাজী জানান, আতংক ছড়াতে কে বা কারা ট্রেনের বগিতে পেট্রল ঢেলে আগুন দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে।