একটি গদ্য কবিতা
আজিম উল্যাহ হানিফ
কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছায়
কবিদের মিলনমেলায়
আমাকে মুগ্ধ করেছে আবেগ আপ্লুত আমি
কবিদের ও সাধারণ মানুষের ভালোবাসা প্রেম
আমার লেখনীর শক্তি বাড়িয়ে দিয়েছে।
তরুন কবি জসিম উদ্দিন মিয়াজীর আমন্ত্রনে
পাড়া গাঁেয় সবুজ চিত্র
আমার হৃদয়ে বন্ধী হয়ে থাকলো
আমাকে রিনি করে দিয়েছে
পয়ালগাছা প্রি ক্যাডেট একাডেমী পরিবারের কাছে।
দেশের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মনোয়ার আলী ও
শিক্ষক মিজানুর রহমান স্যার আমাদের আনন্দ দিয়েছে।
জসিম ভাইয়ের মেয়ে সালমার চাপা হাসি আমাদের
গ্রাম্য বালিকাদের কথা মনে করিয়ে দিয়েছে
প্রতিষ্ঠানের সামনে সবুজ ঘাস
দক্ষিনা বাতাস
বিদ্যুতের পাখার হাওয়া
একিউ আশিকের মুঠো আলাপ
শাহাদাত ইসলাম সবুজের হোটেলে খাওয়ার গল্প
ফারজানা ফাইজার ঘুরতে যাওয়া
ডাক্তার খাইরুলের রোমান্টিকতা
কুমিল্লা কবি ফোরামের সদস্যদের উপস্থিতি
মানিক চন্দ্র দাশের চশমার ফ্রেম
তাসলিমা সরকার লিয়ার হাসি মাখা চাহনি
জতায় কবিতা মঞ্চ বন্ধুদের কবিতা আবৃত্তি আমাকে
একটু সময়ের জন্য মুগ্ধ করে ছাড়লো।