জামাল উদ্দিন স্বপন,নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধিঃ- পথশিশুদের সংগঠন ‘একটু হাসি’ স্কুলের নাঙ্গলকোট রেলষ্টেশন শাখার তৃতীয় ক্লাস ৩ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৭ টায় ষ্টেশনের ফ্লাটফরমে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা (সমন্বয়ক) আজিম উল্যাহ হানিফের পরিচালনায় সাপ্তাহিক বুধবার ক্লাসের শিক্ষক ছিলেন পাটোয়ার ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ লেখক মাওলানা নুরুন্নবী রহমানী, সাংবাদিক জামাল উদ্দিন স্বপন, আবদুর রহিম বাবলু। পথশিশুদের মধ্যে ৭জন ক্লাসে উপস্থিত হয়। পথশিশু শিক্ষার্থীরা হলো- রিপন হাসান সাইফুল, আবু সুফিয়ান রণি, ইব্রাহিম খলিল হোসেন, দেলোয়ার হোসেন টু, সালাহ উদ্দিন শুভ, হৃদয় হোসেন। ক্লাসটি ছিল পথশিশু স্কুলের সর্বমোট ৬ষ্ঠ নং ক্লাস।