জামাল উদ্দিন স্বপন:- পথশিশুদের সংগঠন একটু হাসি স্কুলের ফেনী রেলজংশন শাখার যাত্রা শুরু হলো ১৫ জানুয়ারী সোমবার থেকে। সংগঠন কিংবা স্কুলটির কতৃপক্ষ নিজ খরচে প্রতি সোমবার বিকাল ৩ টার পর থেকে ১ ঘন্টা করে নিয়মিত সময় দিবে পথশিশুসহ ভাসমান লোকদের। তাদেরকে অক্ষর জ্ঞান সম্পন্ন করে ও নাম ঠিকানা লেখা শেখানোর চেষ্টা করানো হবে। একটু হাসি স্কুল লাকসাম জংশন, নাঙ্গলকোট রেলষ্টেশনে ব্যাপক সাড়া ও সফলতার পর তৃতীয় শাখা হিসেবে ফেনী জংশন শাখা যাত্রা শুরু করলো। সংগঠনটির লাকসাম জংশন শাখার সাপ্তাহিক রবিবার ক্লাস নেয়া শিক্ষক-কবি আজিম উল্যাহ হানিফের প্রাণবন্ত উপস্থাপনায় উদ্বোধনী ক্লাসে উপস্থিত ছিলেন ফেনী জংশন শাখার শিক্ষক কবি ফজলুল মল্লিক, সাপ্তাহিক সবুজপত্রের সম্পাদক জামাল উদ্দিন স্বপন। শিক্ষার্থীদের মধ্যে শুভ, রানা, সোহেল, সুমন, জহিরুল ইসলাম, হাসান,শিরিনা বেগম উপস্থিত ছিলো।