জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ২,৭৪৪ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে মোট ছয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মোট প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১,১৫৪ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া, বৈদেশিক সহায়তা থেকে ১,৫৯০ কোটি ৯ লাখ টাকা ব্যয় হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্রিফ করে এসব কথা জানান।
Please follow and like us: