এক পাক্ষিক ভালোবাসা
রুমানা আক্তার রত্না
কিছু ভালোলাগা ভালোবাসা থাক
স্মৃতির পাতায়, ডায়রির খাতায়!
অদেখা হয়ে, অগোছালো মনে, সুপ্ত ভাবে,
চিরকাল ধরে হৃদয়ের কোণে।
অজানা হয়ে থাক ত্রিভূবন জুড়ে!
ভালোবাসার অনুভূতি জাগিয়ে মনে
ব্যস্ততার অজুহাতে যে গিয়েছে দূরে।
হৃদয়ের ক্ষত গভীরতা যত হয়েছে পুড়ে
প্রেম নামক এই ভাইরাসের সংক্রমণে,
অধিক আনন্দে ও হৃদয় নাহি দোলে
হাসির আড়ালে শত দুখের সাগর বহে।
একপাক্ষিক ভালোবাসা গুলো
সারাটি জীবন বুকের মধ্যে জ্বলে,
অপমান আর অবহেলার স্মৃতি নিয়ে !
তবুও মানুষটির প্রতি রয়ে যায়
হাজার দুর্বলতা, সারাটি জীবন ধরে।
Please follow and like us: