আজিম উল্যাহ হানিফ: এনজিও ফেডারেশন ( এফ এন বি ) কুমিল্লা জেলা শাখার কার্যকরী পরিষদের ১১ সদস্য বিশিষ্ট কমিটি ১৮ জুন শনিবার বিকাল ৪ টায় নগরীর ধনপুরে গঠিত হয়। ব্যুরো বাংলাদেশের কুমিল্লা আঞ্চলিক ব্যবস্থাপক মো: আবদুস ছালামকে চেয়ার, আশার সিডিএম গোলাম হায়দার ভূইয়াকে ভাইস চেয়ার ও ব্র্যাকের ডিবিআর বিভাস কিশোর দাসকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটির বাকী সদস্যরা হলেন-কোষাধ্যক্ষ এ কে এম মাজহারুল হক, নিবার্হী সদস্যদের মধ্যে আবু মোহাম্মদ ফরহাদ, মো: সাখাওয়াত হোসেন, মীর মোস্তাক আলী, মারুফ আলম ভূইয়া, সোলতান মোহাম্মদ ইউসুফ, মো: আমিরুল ইসলাম, কামরুল হাসান চৌধুরী। কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইডের রোকেয়া বেগম শেফালী, প্রত্যয়ের মাহমুদা আক্তার, আয়েশা সিদ্দিকা, দিশার সৈয়দুল হক মজুমদার, দুস্থ মার দিলনাশি মোহসেন, ব্যুরো বাংলাদেশের মো: রাসেল, আশানুল হাসান, আফরোজ মিয়া, আবদুস ছালাম, আবদুস সালাম, আশরাফুজ্জামান, মমিনুল হক, ই¯্রাফিল, কাজী মো: একরামুল হক,শরিফুল ইসলাম বিজয় প্রমুখ।