নয়া আলো ডেস্ক:- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘এনা ফেনী মিডিয়া কাপ-২০১৮’এর আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে আগামী ২৫মার্চ।মিডিয়া কাপে অংশ গ্রহণকারী সাংবাদিকদের একটি টিম সালাম নগর এক্সপ্রেসকে জে ওয়ান লুব্রিকেটস এর নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।দলগুলোর সার্বিক সহযোগীতায় থাকবে কো-স্পন্সর প্রতিষ্ঠান।এটিমে এমাম হোসেন(অধিনায়ক), জহিরুল হক মিলন, সমির উদ্দিন ভূঞা, আমজাদ হোসেন নাহিদ, তোফায়েল নিলয়, আউয়াল ও বুলবুল। ফেনী মিডিয়া স্পোর্টস ফোরাম প্রথম বারের মত ফেনীতে এনা মিডিয়া স্বাধীনতা কাপের আয়োজন করেছে।
আয়োজক কমিটি জানায়,দেশের বিভিন্ন জেলায় এ ধরনের খেলা পরিচালিত হলেও ফেনীতে এ প্রথম। এনা পরিবহণের সার্বিক সহযোগীতায় মিডিয়া কাপ টুর্নামেন্টের ব্যবস্থাপনায় রয়েছে ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘আপন ইভেন্টস’।
আয়োজক কমিটি জানায়,সব বিভেদ ভুলে ফেনীর সাংবাদিকরা খেলার মাঠের এসে এক প্লাটফর্মে সৌহার্দ্য ও সম্প্রীতিতে ফিরে আসবে। সারা বছররের ক্লান্তি ভুলে একদিন খেলার মাঠে মেতে উঠে খুজে পাবে বিনোদন। আগামী ২৫ মার্চ ফেনী সরকারী পাইলট হাইস্কুল মাঠে খেলা সিক্স সাইট নিয়মে ৬ জন প্লেয়ার, ৬ ওভারে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরের দিন একই স্থানে জমাকালো আয়োজনে পরুস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। এসময় রয়েছে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য ও শীর্ষ স্থাণীয় ছয়টি ব্যান্ড দলের পরিবেশনা সহ রয়েছে বর্নিল আয়োজন।