নজরুল ইসলাম চৌধুরীঃ
২ নভেম্বর (শনিবার) থেকে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। জেএসসি পরীক্ষায় ছাগলনাইয়ার মোট পাঁচটি কেন্দ্রে ২ হাজার ৮’শ ৮১ জন ও জেডিসি পরীক্ষায় দুইটি কেন্দ্রে ১ হাজার ৩’শ ৪ জনসহ জেএসসি ও জেডিসিতে মোট ৪১৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা বলে জানিয়েছেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম কিবরিয়া। এছাড়াও নবম শ্রেনীর ভোকেশনাল পরীক্ষায় ২৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ২ নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু হবে বাংলা বিষয় ও জেডিসি পরীক্ষায় কোরআন মাজিদ ও তাজবিদ। জেএসসি পরীক্ষা চলবে ১১ নভেম্বর পর্যন্ত এবং জেডিসি পরীক্ষা শেষ হবে ১৩ নভেম্বর। জেএসসি পরীক্ষায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৩৭ জন, দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৮২ জন, করৈয়া বহু পার্শ্বিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৩৫ জন, চাঁদগাজী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৩৯ জন, ছলেমা নজির উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। জেডিসি পরীক্ষায় ছাগলনাইয়া ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা কেন্দ্র ও এ কেন্দ্রের অধিনে ছাগলনাইয়া একাডেমী ভেন্যুতে মোট ১৩০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়াও নবম ভোকেশনাল পরীক্ষায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় এবং ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ২৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।