ইহুদি বিরোধী মন্তব্য করায় এবার বরখাস্ত হলেন ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নির্বাহী সদস্য এবং লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোন।
এর আগে ইসরাইল বিরোধী মন্তব্য করায় বরখাস্ত করা হয়েছে দলটির মুসলিম এমপি নাজ শাহকে।
বৃহস্পতিবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে লিভিংস্টোন বলেন, ‘মনে রাখবেন, হিটলার যখন ১৯৩২ সালের নির্বাচনে জয়ী হন তখন তার নীতি ছিল ইহুদিদের ইসরাইলে স্থানান্তর করতে হবে। তিনি পাগল হয়ে যাওয়ার আগে পর্যন্ত ইহুদিবাদের সমর্থক ছিলেন। এরপর ৬০ লাখ ইহুদিকে হত্যার ঘটনা ঘটে।’
ইহুদিবাদীরা এ বক্তব্যের সমালোচনায় মুখর হলে তাকে দল থেকে বরখাস্ত করা হয়।
২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত লন্ডনের মেয়র ছিলেন লিভিংস্টোন। তিনি বামপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত।
অন্যদিকে নাজ শাহ ফেসবুকে লিখেছিলেন, ইসরাইল-ফিলিস্তিনি সঙ্কটের সমাধান হচ্ছে ইসরাইলকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে দেশটির ৫১তম রাজ্য ঘোষণা করা।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনীতিতে ইহুদিবাদীরা বেশ প্রভাবশালী, যদিও সংখ্যায় তারা খুবই কম।