
এ সময়ের উদীয়মান কবি এম. আর জামানের প্রথম কাব্য গ্রন্থ ‘বিশ্ব মানবতার অবাক পরাজয়’ প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থ মেলা- ২০২০ এ। বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান লিটল ম্যাগ চত্বর ক্যাপটেন ৪০ নম্বর স্টলে। কবির কবিতায় ফুটে উঠেছে ভাষা আন্দোলনে ভাষা শহীদদের আত্মত্যাগ ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের দেশের জন্য জীবন উৎস্বর্গের কথা। মুক্তিকামী মানুষ ও বীরাঙ্গনার কথা। ১৯৭১ সালের অগ্নিতপ্ত রেসকোর্স ময়দানের বর্ণনা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এক মহানায়কের বঙ্গ মুক্তি জাগরণের হুঙ্কারিত মহা কবিতার তেজোদীপ্ত শ্লোগানের কথা। স্বাধীনতা অর্জনের বিভীষিকাময় প্রেক্ষাপটের বর্ণনা। বাংলার মানুষের সুখ- দুঃখের কথা, মাটি ও মানুষের কথা। মানবতার পরাজয়ের কথা। এই কবি বিদ্রোহী কবি কাজী নজরুলের মতো প্রতিবাদী শাব্দিক ঝংকার এবং তার আদর্শ যে বুকে লালন করেন তা প্রকাশিত হয়েছে তাঁর কবিতায়। শিশুদের জন্য ছড়াও স্থান পেয়েছে তাঁর এই গ্রন্থে । কবির কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা- “স্বাধীনতা, রেসকোর্স, অমর নেতা মুজিব, মানবতার মা, প্রস্তর খণ্ড, মাটি জড়িয়ে, চাঁদের গায়ের চাঁদ, কেউ কারও নয়”।
বগুড়ার ধুনট উপজেলাধীন উল্লাপাড়া গ্রামের মরহুম মোজাম্মেল হকের সন্তান মোঃ রাজিবুজ্জামান (ছদ্ম নাম এম.আর জামান) ১ জানুয়ারি ১৯৮৪ খ্রীষ্টাব্দে জন্ম গ্রহণ করেন। মাতা গৃহিণী মোছাঃ রেনুকা খাতুন । দুই ভাই ও এক বোনের মধ্যে কবিই মেজো। ১৯৯৯ খ্রীষ্টাব্দে ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। পরে ধুনট ডিগ্রি কলেজ (বর্তমানে সরকারি) থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সরকারি আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিষয়ে বি.এস.সি (অনার্স) ও এম.এস.সি শেষ করেন। তিনি বর্তমানে সিরাজগঞ্জের কাজিপুরে আমিনা মনসুর ডিগ্রি কলেজে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। এ ছাড়াও তিনি সাংবাদিক, গীতিকার ও সংগঠকও বটে । বর্তমানে বহুল জনপ্রিয় সুকুমার বাউলের ‘বলবো না গো’ গানটির কথা সংশোধন করেছেন এই উদীয়মান কবি।