বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার (২ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
বিবৃতিতে তিনি আরো বলেন, ১৮ জুলাই বৃহস্পতিবার রাতে ঢাকার বাসা থেকে বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও জেলার সাবেক সভাপতি এম এ সালামকে এবং ২০ জুলাই শনিবার সন্ধ্যায় ধানমন্ডি এলাকা থেকে জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনকে মিথ্যা মামলায় আটক দেখিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করে পুলিশ। নির্যাতন শেষে তাদের কারাগারে প্রেরণ করেছে।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট জেলা বিএনপির নেতা এম এ সালাম ও ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনকে আটকিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে অনতিবিলম্বে মুক্তির দাবি জানান তিনি।
Please follow and like us: