দ্বৈত অ্যালবাম বের করছেন এ সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী এলিটা করিম ও কিশোর দাস। নাম ‘তুমি আর আমি’।
এরই মধ্যে মেলোডিপ্রধান ছয়টি গানের রেকর্ডিং শেষ হয়েছে। এগুলো হলো- এখনো তোমার নামে, রাতের চেয়ে, ওপারে তো বইছে বাতাস, একা বোকা চাঁদ, একটাই তুমি ও এমনি একটা প্রেমে।
গানের কথা লিখেছেন কবির বকুল ও সোমেশ্বর অলি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর।
এলিটা বলেন, ‘অ্যালবামের গানগুলোয় এক ধরনের স্মৃতিকাতরতা আছে। কথা-সুর-সঙ্গীতে শ্রোতারা ফেলে আসা সময়ের আবহ খুঁজে পাবেন। এ আয়োজন শ্রোতাদের মনে দাগ কাটবে বলে আমার ধারণা।’
কিশোর বলেন, ‘এলিটার সঙ্গে কাজ করাটা বেশ আনন্দের। কারণ যে কোনো ধরনের গানে তিনি সমান পারদর্শী। তার জন্য গান তৈরি করা এবং সহশিল্পী হিসেবে গাওয়া বেশ চ্যালেঞ্জিং। সাধ্যমতো চেষ্টা করেছি ভিন্ন স্বাদের কিছু গান করার। অ্যালবামের গানগুলো ভালো লাগলে এ প্রচেষ্টা সার্থক হবে।’
সিএমভির ব্যানারে শিগগিরই অ্যালবামটি জিপি মিউজিক ডিজিটাল মাধ্যমে প্রকাশ পাবে বলে শিল্পী ও সুরকার জানান।