২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১১ মে বুধবার প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
রীতি অনুযায়ী এদিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করবেন। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বলেন, দুই মাসের মধ্যে পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। আগামী ১০ বা ১১ মে ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় ১১ মে ফলাফল গ্রহণের দিন ধার্য করেছে।
১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১০ মার্চ। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় গত কয়েক বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়।
এবার এসএসসিতে ১৩ লাখ ৪২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৪৮,৮৬৫ এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) ৯৮,৩৮৪ শিক্ষার্থী মিলিয়ে মোট ১৬ লাখ ৫১,৫২৩ জন পরীক্ষায় অংশ নেয়।