২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • এসএসসি পরীক্ষার প্রথম দিনে ফুলবাড়ীতে অনুপস্থিত ২৩ পরিক্ষার্থী




এসএসসি পরীক্ষার প্রথম দিনে ফুলবাড়ীতে অনুপস্থিত ২৩ পরিক্ষার্থী

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২৪, ১৯:৩০ | 765 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে তিনটি কে›ন্দ্রে অনুষ্ঠিত এসএসসি,এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরিক্ষায় ২হাজার ১০৬ জন পরিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরিক্ষায় ২৩জন পরিক্ষার্থী অংশগ্রহন অনুপস্থিত।এদের মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় ৯জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি দাখিল পরিক্ষায় ১২জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি ভোকেশনাল পরিক্ষায় ২জন। তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম।
জানাগেছে,এসএসসি পরিক্ষায় সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ৫৪৬ জন পরিক্ষার্থীর মধ্যে ৫৪৩ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে,এখানে ৩জন পরিক্ষার্থী অনুপস্থিত থেকে যায়। একইভাবে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে ৫৬৭ জন পরিক্ষার্থীর মধ্যে পরিক্ষার অংশগ্রহন করে ৫৬৩জন,অনুপুস্থিত থেকে যায় ৪জন ও দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে ৩৬৬জন পরিক্ষার্থীর মধ্যে পরিক্ষায় অংশগ্রহন করে ৩৬৪জন, এখানেও অনুপস্থিত থেকে যায় ২জন।
মাদরাসা শিক্ষা বোর্ডর অধিনে ফুলবাড়ী দারুসসুন্নাহ সিদ্দিকিয়া ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত এসএসসি দাখিল পরিক্ষায় ৩৬০ জন পরিক্ষার্থীর মধ্যে ৩৪৮ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে ১২জন অনুপস্থিত থেকে যায়।
অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরিক্ষায় ২৫২জন পরিক্ষার্থীর মধ্যে ২৫০ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে, অনুপুস্থিত থেকে যায় ২জন। এছাড়া একই কেন্দ্রে এসএসসি দাখিল ভোকেশনাল পরিক্ষায় ১৫জন পরিক্ষার্থী সকলে পরিক্ষায় অংশগ্রহন করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম জানান,উপজেলায় মোট তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি, এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরিক্ষায় ২হাজার ১০৬ জন পরিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরিক্ষায় ২৩জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করেনি। সুন্দর পরিবেশে সুষ্ঠু-শান্তিপুর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET