১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • ঐতিহাসিক বৌদ্ধ বিহারে ছিনতাইকারী ও চাঁদাবাজদের অভায়রণ্য বদলগাছীতে বৌদ্ধবিহার পাহাড়পুরে আটককৃত ছিনতাইকারীকে ছেড়ে দিলেন থানা পুলিশ




ঐতিহাসিক বৌদ্ধ বিহারে ছিনতাইকারী ও চাঁদাবাজদের অভায়রণ্য বদলগাছীতে বৌদ্ধবিহার পাহাড়পুরে আটককৃত ছিনতাইকারীকে ছেড়ে দিলেন থানা পুলিশ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০১৮, ১৯:০১ | 989 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহাড় বর্তমানে ছিনতাইকারী ও চাঁদাবাজদের আড্ডা খানায় পরিনত হয়েছে। থানা পুলিশ এক ছিনতাইকারীকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আটককৃত ছিনতাইকারীর নাম মুমিন হোসেন (১৮)। ফলে দুরদুরান্ত থেকে আগত পর্যটকদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিঘœ দেখা দিয়েছে।
ষ্টুরিস্ট ও পাহাড়পুর পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, গত মঙ্গলবার বগুড়া জেলার গাবতলী উপজেলার দিগগাইড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রী বাৎসরিক শিক্ষা সফরে ঐতিহাসিক বৌদ্ধবিহার পাহাড়পুর আসেন। সেখানে ওই স্কুলের ৪ জন ছাত্র জাকিরুল, ইকবাল, বায়েজিদ ও স্বপন বৌদ্ধ বিহার কেন্দ্রীয় মন্দিরের পশ্চিম পার্শ্বে ঘোরা ফিরা করছিল। এ অবস্থায় বৌদ্ধবিহার এলাকার ৩ জন ছিনতাইকারী ওই ৪ জন ছাত্রকে মারপিট করে তাদের কাছে থেকে ১ হাজার ছয়শত টাকা ও এক জনের মোবাইল ফোন ছিনতাই করে নেই। অত:পর ওই ৪ ছাত্র ঘটনাটি সঙ্গে সঙ্গে তাদের শিক্ষকদের জানালে শিক্ষরা বিষয়টি বৌদ্ধবিহারে কাষ্টডিয়ানকে অবহিত করে। কাষ্টডিয়ানের নির্দেশে দায়িত্বরত ষ্টুরিষ্ট পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহায়তায় ছিনতাইকারী মুমিন হোসেনকে আটক করে। এ সময় অপর দুইজন ছিনতাইকারী পালিয়ে যায়। পরে আটককৃত মুমিনকে পাহাড়পুর পুলিশ ফাঁড়িতে সপোর্দ করলে ফাঁড়ির ইনচার্জ সহকারী পুলিশ পরিদর্শক সহিদুল ইসলাম ছিনতাইকারী মুমিনকে বদলগাছী থানায় পাঠিয়ে দেয়। এর পরের দিন বুধবার সকালে পাহাড়পুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতার তদবিরে থানা পুলিশ মুমিনকে ছেড়ে দেয়। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে বদলগাছী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃত ছিনতাইকারী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার এর উপস্থিতিতে ছিনতাইকারী মুমিনকে তার বাবা আব্দুর রশিদ ও পাহাড়পুর ইউপি চেয়াম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET