হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন মাতুব্বর (৫৫)। বৃহস্পতিবার (১৫ ই ফেব্রুয়ারি) বেলা ১১ঃ৩০ টায় অসুস্থ হয়ে পড়লে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন মাতুব্বর ১৯৯৪ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদের ইমাম হিসেবে যোগদান করেন। অত্যন্ত সুনামের সাথে অদ্যবধি তিনি এই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন মাতুব্বর বাগেরহাট জেলা সদরের ষাট গম্বুজ ইউনিয়নের বাজেয়াপ্তি সুন্দরঘোনা গ্রামে বাড়ি নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। তার জন্মস্থান বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গ্রামে। পিতার নাম ফয়েজ উদ্দিন মাতুব্বর। মৃত কালে তিনি দুই পুত্র কন্যা ও স্ত্রী রেখে গেছেন। বৃহস্পতিবার রাত ৯ টায় ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
Please follow and like us: