২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৪৪ হিজরি

শিরোনামঃ-




ওবায়দুল কাদেরকে বরণে ছাগলনাইয়ায় চলছে প্রস্তুতী

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মার্চ ০৫ ২০২৩, ২৩:৫৫ | 688 বার পঠিত

আগামী ২১ মার্চ ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গুরুত্বপূর্ণ এ জনসভাকে সুন্দর ও স্বার্থক ভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার (৪ মার্চ) ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও আদালত মাঠ পরিদর্শন করেন দলীয় নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর অনুরোধে ওবায়দুল কাদের এমপি ছাগলনাইয়ায় আওয়ামী লীগের  জনসভায় উপস্থিত থাকার সম্মতি জানান। তিনি বলেন, এ জনসভাকে সুচারুভাবে সম্পন্ন করতে নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় আজ আমরা সভাস্থল নির্ধারন করতে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং আদালত মাঠ পরিদর্শন করি। নিজাম উদ্দিন হাজারীর দিকনির্দেশনা অনুযায়ী সভাস্থল নির্ধারন করা হবে বলে জানান সোহেল চৌধুরী। তিনি আরো বলেন, ছাগলনাইয়ায় ওবায়দুল কাদেরের জনসভায় লক্ষাধিক লোক সমাগম নিশ্চিত করতে নিজাম উদ্দিন হাজারীর আমাদের নির্দেশনা দিয়েছেন সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভূঁয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া পৌর মেয়র এম মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন রশীদ এলএলবি, ফেনী জেলা পরিষদের সদস্য ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবদুল বাকি শিমুল চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল,
পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৮৮০৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET