বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিতভোবে বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার উপদেষ্টা ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত এবং খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় মানহানির মামলা করা হয়েছে।
চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। ফখরুলের সঙ্গে চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপির আরেক শীর্ষ নেতা তরিকুল ইসলাম।
বুধবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুজন একসঙ্গে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। বিএনপি মহাসচিব ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও ফেরেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুলের সঙ্গে ছিলেন স্ত্রী নার্গিস ইসলাম ও ছোট ছেলে অনিন্দ্য ইসলাম অমিত। দলের দুই নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
গত ২৮ এপ্রিল ফখরুল ব্যাংকক যান। সেখানে ব্রামরুনগ্রাড হসপিটালে তিনি চিকিৎসা নেন। তার ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় সুপ্রিম কোর্ট তার অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে গত বছরের জুলাই মাসে তাকে জামিন দেয়।
কিডনি জটিলতা ও হৃদরোগে অসুস্থ তরিকুল গত ২০ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপিটালে চিকিৎসা নিয়ে তিনি ব্যাংককে যান এবং সেখানে হৃদরোগের চিকিৎসা নেন।