বলিউড তারকা হৃতিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক ঘিরে বিতর্ক ছুঁয়েছে অন্য মাত্রা। সম্প্রতি হৃতিক পুলিশের কাছে কঙ্গনার পাঠানো এমন কিছু ইমেইল জমা দিয়েছেন, যা থেকে মনে হচ্ছে, এই সম্পর্ক একেবারেই একতরফা।
হৃতিকের ফাঁস করা সেই সব মেইলের কিছু অংশ প্রকাশ করে পুলিশ।
১) ২৪ মে ২০১৪ সালে পরিচালক কারণ জোহরের জন্মদিনের অুনষ্ঠানে নিজের ইমেইল আইডি কঙ্গনার সঙ্গে শেয়ার করেন হৃতিক।
২) পুলিশের কাছে জমা ইমেইলগুলোতে দেখা যাচ্ছে, কোনও কোনও দিন ছয়মিনিট অন্তর হৃতিককে মেইল করেছেন কঙ্গনা। একটি মেইলে নিজের নগ্ন ছবি পাঠিয়ে হৃতিকের উদ্দেশে কঙ্গনা নাকি লিখেছেন, ‘আমরা যখন প্রথমবার একসঙ্গে থাকব, এমন কিছুই তোমার জন্য অপেক্ষা করবে।’
৩) ১৭ আগস্ট ২০১৪ সালে কঙ্গনা লেখেন, কখনও কখনও সব কিছুই বড় অনিশ্চিত লাগে। আমাদের প্রেম কি সত্যি? কোনও কল্পিত মানুষের সঙ্গে কথা বলছি না তো?
৪) ১৭ আগস্ট ২০১৪ সালে নায়িকা লেখেন, একদিন দেখা হলে তুমি যদি বলো, আমার থেকে কিছু পাওনি, আমায় চেনো না, ভালবাস না! কী করব তখন?
৫) ৩ সেপ্টেম্বর ২০১৪ সালে কঙ্গনা লিখেছিলেন, ‘এই মেইলগুলো পাঠানো খুব কঠিন হয়ে যাচ্ছে। উত্তরে কিছুই পাচ্ছি না।’
৬) ২২ আগস্ট, ২০১৪ সালে বলিউডের কুইন লেখেন, আমার অ্যাসপার্জার্স সিনড্রোম ধরা পড়েছে। ওই অসুখের ৯৮টা উপসর্গই আমার রয়েছে।
৭) ২২ আগস্ট ২০১৪ সালে কঙ্গনা লিখেছিলেন, ‘এ ধরনের মানুষ অনেক সময় কাল্পনিক সম্পর্কে বাঁচেন। কিছু দিন ধরে তোমার সঙ্গেই থাকছি বলে মনে হচ্ছে।’
৮) ২৩ আগস্ট, ২০১৪ সালে হৃতিকের উদ্দেশে কঙ্গনার প্রশ্ন ছিল, কি সিদ্ধান্ত নিলে? তোমার ডিভোর্স না হওয়া পর্যন্ত অপেক্ষা করব?
৯) ৯ অক্টোবর ২০১৪ সালে কঙ্গনা লেখেন, তুমি ফোন ধরোনি! মনে হচ্ছিল পাগলই হয়ে যাব!
১০) ১৩ নভেম্বর ২০১৪ সালে কঙ্গনা হৃতিককে মেইল করেন, ‘কবে তোমার নতুন বাড়িতে যাব?’