বাগেরহাটের কচুয়ায় প্রতিপক্ষের হামলায় রাসেল শেখ (৩৫) নামে একজন নিহত হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) বেলা আনুঃ ৩ ঘটিকার সময় উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল শেখ ওই এলাকার আজিজ শেখ এর ছেলে। এ ঘটনায় তার সাথে থাকা একই এলাকার সেলিম শেখের ছেলে রাজিব শেখ (৩২) নামে একজন আহত হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে কচুয়া থানা পুলিশ অবস্থান করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রপাড়া পাইকপাড়া রাস্তার উপর এক মেয়েকে যেতে বাধা প্রদান করলে তার চিৎকারে গ্রামবাসী উপস্থিত হয়ে রাসেল ও রাজিব কে মারপিট করে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেল শেখকে মৃত ঘোষণা করেন।
আহত রাজিব শেখ বলেন, পূর্ব পরিকল্পিতভাবে এলাকার বেশ কয়েকজন চিহ্নিত ব্যক্তি তাদের উপর হামলা করে। তবে নিহতের কোন আত্মীয়-স্বজন সাংবাদিকদের কাছে এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। এ ঘটনায় আরো ৭-৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তাদের সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ রাশেদুল আলম বলেন, আমরা মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতলে আনলে একজন মৃত্যুবরণ করেন। নিহতের লাশ আগামীকাল ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Please follow and like us: