
কঠোর লকডাউনের প্রথমদিন উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দেশজুড়ে মহামারি করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসেবে সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের প্রথমদিন বৃহস্পতিবার (১ জুলাই) দিনভর সরকারি স্বাস্থবিধি মেনে চলাসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা কার্যকর করতে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়নের নেতৃত্বে পৌরশহর ছাড়াও উপজেলা জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহ এলাকায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরলস আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসময় গোপনে ট্রাকে যাত্রী উঠানোর সময় ট্রাক ড্রাইভারের নিকট ১ হাজার টাকা, শহরের হারুন সুপার মার্কেটে দোকান খোলা রেখে নিষিদ্ধ কারেন্টজাল বিক্রির অপরাধে প্রতিষ্ঠান মালিক শাহারুলের নিকট ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে ওই প্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ বিভিন্ন জাল আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করা হয়।
অপরদিকে; শহরের চৌমাথা মোড়ে একটি ফল দোকানে ১ হাজার টাকাসহ মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় থানা পুলিশের এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশ টীম আদালতকে সার্বিক সহায়তা করেন।