গত বছর ১৩ পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের মিষ্টি মেয়ে কবরী।
আগামী রোজার ঈদ উপলক্ষে তিনি নির্মাণ করছেন নাটক ‘তুমি ভালো থেকো’।
গতকাল থেকে রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। আকাশ রঞ্জনের রচনায় নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ ও সুমাইয়া শিমু।
কবরী বলেন, ‘রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। এটি আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে।’
চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘গত বছর কবরী আপার পরিচালনায় ‘আবার আসিবো ফিরে’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। তার গল্প নির্বাচন সবসময় চমৎকার হয়ে থাকে। ‘তুমি ভালো থেকো’ নাটকের গল্পটিও দারুণ।’