নয়া আলো ডেস্কঃ- শিরিন শাহাব এর কাব্যগ্রন্থ ” কবিতাগুচ্ছ” বইয়ের মোড়ক উন্মোচন সৈয়দ মুন্তাছির রিমন: আধ্যাতিক নগর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর, প্রকৃতি কন্যা মাধবকুন্ড ও আগর-আতরের লীলা ভুমি বড়লেখার জননী শিরিন শাহাব এর কাব্যগ্রন্থ ” কবিতাগুচ্ছ” বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি। চলতি-২০১৮ ইং বাংলা একাডেমীর কবি শামসুর রহমান হলে অমর একুশে বইমেলায় প্রকাশিত জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি মহোদয়ের সহধর্মিনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি , কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন প্রমুখ ।