ধর্ষিত সতীত্ব
কবি: কৃষ্ণ বর্মন
আছে যত নিন্দুক নিয়ে কথার বন্দুক
গোপনে গোপনে ভরে স্বার্থের সিন্দুক,
নিন্দায় নিন্দায় ভরে গেছে দেশটা
সততাকে হেয় করার শঠতার চেষ্টা।
ঘরে ঘরে কুকথা মনে মনে অভিসন্ধি
সদাচার ও সৎকথা কুঠুরীতে বন্দী,
অনাচার অবিচারের আঁতুড়ে জন্ম
কম্ম হেলা করে মেতে নিয়ে ধম্ম।
আচারে বিচারে আজ পক্ষপাতিত্ব
পদে পদে ধর্ষিত চেতনার সতীত্ব।
Please follow and like us: