শহর
রুমা আফরোজ
আমার শহর আমার মতই একা
কখনো কোলাহলপূর্ণ,
কখনো বা নিস্তব্ধতায় ঠাসা।
শহরের অলি গলি গুলো
যাযাবর সপ্নে আকা,
বেলকুনিতে বাবুই পাখির বাসা।
মিছে মায়ায় জড়ানো কিছু আশা
নিত্য নতুন অতিথির যাওয়া আসা,
ভালবাসার কিছু অসমাপ্ত গল্প
মাঝে মাঝে কড়া নারে অল্প অল্প।
Please follow and like us: