আজিম উল্যাহ হানিফ
কবি ইকবাল হোসেন আপনি চলে গেলেন?
ভাবতেই পারি নি এভাবে নিরবে যাবেন।
ব্যাক্তিগত পড়াশুনা ও কাজর্কমে ডুবে গিয়েছিলাম,
তাইতো আপনার কথা ভুলেই গেলাম।
এই তো সেদিন লাকসাম মিত্রবাবুর চেম্বারের সাথে,
আড্ডা দিয়েছিলাম আমরা ক’জন ভাত খেতে খেতে।
এই আড্ডা জমতো কফি হাউজের মত সময়ের দর্পণ অফিসে,
নাঙ্গলকোটে কবি আবুল বাশার জুয়ের্লাসে।
কত নানা বেরঙ্গের দিন আর সময় আজ মনে পড়ে
এভাবে চলে গিয়ে আমাদের রেখে গেলেন একা করে।
ইকবাল জানি আমাদের মাঝে আসবেন না আর ফিরে,
নিপু ষ্টুডিওতে তোলাকৃত গ্র“প ছবিটি কত যে স্মৃতি বহন করে।
আপনার কবিতাগুলো ঝাঁঝালো ছিল বলতো দেশের কথা,
স্বপ্ন দেখতেন ভাঙ্গবে একদিন এ দেশের সকল কুসংস্কার প্রথা।
জানতে চাইতেন আপনার মৃত্যুর দিন সকলে কি করবে?
সবাই আছে সবার মত এটাই সত্যি র্অথে বাস্তবে।
ইকবাল আপনি দীর্ঘদিন রোগ ভোগের পরে
চলে গেলেন অকালে সাহিত্যাঙ্গনকে এতিম করে।