মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ যার্লি করে দলটি। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডীন প্রফেসর ড. মোশাররত শবনব, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড.হুমায়ুন কবীর । এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা কর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত “অসমাপ্ত আতœজীবনী” বই উপহার দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব ।