মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ – দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন ”শুভসংঘ” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল একটু ব্যতিক্রমী “চড়ুইভাতি “। আয়োজনটা ছিল সচরাচর চড়ুইভাতি থেকে একেবারে আলাদা। আয়োজনে ছিল মাটির সানকি, মাটির মগ, মাটির বাটি। আয়োজনে ছিল ১১ ধরনের ভর্তা। যেমন: কালোজিরা, আলু, কলা, টাকিমাছ, পেপে, চেঁপা, সুটকী, ডিম, বেগুন, টমেটো, এবং শিম ভর্তা। আর সর্বশেষ ছিল সুস্বাদু মসুর ডালের ঝুল। চড়ুইভাতির মধ্যমণি ছিলেন শুভসংঘের প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। তিনি আয়োজনের ভিন্নতা দেখে বিমোহিত হন এবং উচ্ছ্বসিত হয়ে ব্যতিক্রমী এ আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ দেন। আর ভবিষ্যতে এমন আয়োজনের আশা প্রকাশ করেন। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য -থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আল জাবির, ফোকলোর বিভাগের প্রভাষক সাকার মুস্তাফা, চারুকলা বিভাগের প্রভাষক আল মঞ্জুর এলাহী, উপ-পরিচালক (জনসংযোগ) ও পিএস টু ভিসি এস এম হাফিজুর রহমান, সাংবাদিক সমিতির সাংবাদিকগণসহ শুভসংঘের সদস্যরা। শুভসংঘ সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতিক্রমী এই আয়োজনে সক্রিয় অংশগ্রহণকারী সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শুভসংঘ খুব শিগগিরই আরও ব্যতিক্রমী আয়োজন করবে।